হাত ধরে শুরু হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসব, তারাই আজ বর্ণহীন ! অপমান?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবীন্দ্র সদন ও নন্দন চত্বরে এখন ভিড় উপচে পড়ছে সিনেমাপ্রেমীদের। শীতের আমেজ গায়ে মেখে দেশ বিদেশের ছবির স্বাদ আস্বাদন করছে মানুষ। এবছর চলচ্চিত্র উৎসবের ৩০ তম বর্ষ, অথচ যাদের হাত ধরে উৎসবের পথচলা শুরু, তারাই কিনা বর্ণহীন ?

৩০ বছরের প্রথম ১৬ বছর ছিল বাম জমানা অর্থাৎ বাম আমলেই কলকাতা চলচিত্র উৎসবের সূচনা হয়। ১৯৯৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে শুরু হয় কলকাতা চলচিত্র উৎসবের। এরপর ২০১১ সালে ৩৪ বছরের দীর্ঘ বাম শাসনকালে ইতি পড়ে। ১৭ তম বর্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে চলচিত্র উৎসবের। অথচ যারা এই উৎসবের সূচনার সঙ্গে যুক্ত সেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও পরবর্তী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ বাম আমলের চলচিত্র উৎসব বর্ণহীন ৩০ তম বর্ষে !

গগনেন্দ্র প্রদর্শনী কক্ষে রয়েছে, একটি ছবির কোলাজ। যেখানে ৩০ বছরের চলচ্চিত্র উৎসবের কিছু মুহূর্তের কোলাজ সিনেমা প্রেমীদের চোখ টানছে। সেখানে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালের উৎসবের ছবি সাদা কালোয় প্রিন্ট করা হয়েছে। আর ঠিক তার পাশেই ঝলমল করছে বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চলচ্চিত্র উৎসবের ছবি। তবে কি, শুরুর কারিগররা আজ রংহীন? উৎসবের জন্মলগ্নের সঙ্গে যারা জড়িয়ে তারা কি বর্তমান সময়ে ব্রাত্য ? উঠছে সেই প্রশ্নই। যেভাবে বছরের পর পর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করছে মমতার সরকার, সেই কারণেই কি অতীত ভুলে বর্তমানকেই হাইলাইট করা হচ্ছে বেশি? বাম আমলের সাদা – কালো ছবির কোলাজ -কে অপমানের চোখেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds