📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচীর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য । ১২ থেকে ১৪ ঘণ্টা করে রোজ শ্যুটিং সামলে, পাশাপাশি সমানতালে চালিয়ে গিয়েছেন লেখাপড়া। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সুস্মিলি। কত নম্বর ঝুলিতে ভরলেন রামপ্রসাদের স্ত্রী ? ১৬ বছরের সুস্মিলি, মাত্র ৬ বছর বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। সুস্মিলি মাধ্যমিকে ৫০% নম্বর পেয়েছেন। তবে নিজের রেজাল্টে খুব একটা খুশি নন পর্দার ‘সর্বাণী’। আগামীতে আর্টস নিয়েই লেখাপড়া এগোতে চান তিনি। মেয়ের রেজাল্ট নিয়ে বেজায় খুশি, সুস্মিলির পরিবার। দিনের অর্ধেকের বেশি সময় শ্যুটিং এর পিছনে দিয়েও যে সুস্মিলি উত্তীর্ণ হয়েছেন এই তাঁদের কাছে বড় পাওয়া।
রোজ ১২-২৪ ঘণ্টার শ্যুটিং সেরে, মাধ্যমিকে কত পেলেন রামপ্রসাদের বউ ?
