📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা গানের অস্কারযাত্রা! ইমন চক্রবর্তীর বাংলা গান অস্কারে নমিনেশন পেল। এই প্রথম কোনও বাংলা গান অস্কার মঞ্চে অরিজিনাল স্কোর নমিমেশনে স্থান পেল। গানের নাম ‘ইতি মা’। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন। এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে।
বাংলা গানের নতুন মাইলস্টোন! অস্কারের নমিনেশনে ইমনের গাওয়া গান
