চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি, সকাল থেকে শহরের একাধিক জায়গায় অভিযান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান। নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে ইডির তল্লাশি। আগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে। প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ। চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় ইডি। প্রয়াগ গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। নিউ আলিপুর-সহ কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। 
এর আগে চিটফান্ড মামলায় ২০১৭-র ১৫ মার্চ সিবিআইয়ের হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচী। ১৯৯৭ সালে প্রয়াগ গোষ্ঠী দিল্লিতে ব্যবসা শুরু করে। সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই অভিযান চালাচ্ছে ইডি।