আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।  শুরুতেই আদানি ইস্যুতে সংসদ তোলপাড় হওয়ার সম্ভাবনা। অধিবেশনের আগের দিন সর্বদলীয় বৈঠকের পর এটা স্পষ্ট যে, মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ নিয়ে ঝড় তুলবে বিরোধীরা। সর্বদলীয় বৈঠকে ঘুষকাণ্ডে সংসদে আলোচনা চেয়ে সরব হয় কংগ্রেস। এছাড়াও, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিল-সহ একাধিক ইস্যু নিয়ে সংসদে ঝড় ওঠার সম্ভাবনা। এবারের অধিবেশনে একদিকে যেমন বিধানসভা ভোটে মহারাষ্ট্রে জয় বিজেপির নেতৃত্বাধীন NDA-কে বাড়তি অক্সিজেন জোগাবে, তেমনই ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফল সামনে রেখে সুর চড়াবে বিরোধী জোট INDIA-ও। অন্যদিকে, এই প্রথম সংসদে পা রাখতে চলেছেন কেরলের ওয়েনাডের নবনির্বাচিত সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। লোকসভা উপনির্বাচনে ৪ লক্ষেরও বেশি ভোটে জিতে শীতকালীন অধিবেশন থেকেই সাংসদ-জীবন শুরু হচ্ছে রাজীব-কন্যার। সংসদের এই শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।