না ফেরার দেশে ‘লাল পাহাড়ি’-র গীতিকার


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: না ফেরার দেশে পাড়ি দিলেন ‘লাল পাহাড়ি দেশে’র শিল্পী অরুণ চক্রবর্তী। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুল দেখতে পান। তা দেখে বড্ড বেমানান মনে হয়েছিল। মহুয়া তো লাল মাটির গাছ। তার পর তিনি ‘লাল পাহাড়ি’ গান লেখেন।

error: Content is protected !!