📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপে তৈরি হতে পারে। আর দক্ষিণ তামিলনাড়ু এলাকার উপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে।সেই সম্ভাব্য গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে অবশ্য ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের কয়েকটি জায়গায়। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া)।
শুষ্ক থাকবে উত্তরবঙ্গও। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টি হবে না উত্তরবঙ্গের কোনও জেলায়।বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আর ওই দু’দিন সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে আপাতত কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বঙ্গোপসাগরে নিম্নচাপ! কতটা ভিজবে বাংলা?
