📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি চন্দননগরের মাল। একসময় প্রয়াত তৃণমূল সাংসদ তাপস পালের এই উক্তি নির্বাচনের ময়দানে উল্কার গতিতে বিতর্ক তৈরি করেছিল। সেই মাল শব্দের ব্যবহার ফিরল রাজ্যে হতে চলা উপ-নির্বাচনের আসরে। সম্প্রতি হাড়োয়া বিধানসভার প্রচারে গিয়ে বসিরহাটের বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে এই শব্দই উচ্চারিত করেছেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। যা এখন টক অফ দ্য টাউন। তীব্র সমালোচনা করেছেন রেখাও।
রেখার পাশে দাঁড়িয়ে ফিরহাদের কড়া শাস্তি দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের সেই মন্তব্য নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন শুভেন্দু। এই ঘটনার পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতীত্বের অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ।
উপ-নির্বাচনের ময়দানে ফিরহাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার মধ্যেই তৃণমূলে রদবদলের ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবীন বনাম প্রবীণ– তৃণমূলে এই আলোচনা দীর্ঘদিনের। সেই সূত্রেই ইঙ্গিত, অভিষেকের নির্দেশে এবার ১০ থেকে ১২ জন জেলা সভাপতি তাঁদের পদ হারাতে পারেন।
এমনকী, তালিকায় থাকতে পারে বীরভূমে অনুব্রত মণ্ডলের নাম। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, বিদেশ যাওয়ার আগে সেই তালিকা নাকি নেত্রীর হাতে দিয়ে গিয়েছিলেন অভিষেক। তবে সূত্রের খবর, রেখা পাত্রের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগের পরেও এই যাত্রায় আপাতত থেকে যাচ্ছেন ফিরহাদ হাকিম।