“রাজনৈতিক উদ্দেশ্যেই আমাকে ফাঁসানো হচ্ছে!” হাইকোর্টের দ্বারস্থ হয়ে বললেন অর্জুন সিং

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: চলতি মাসের ১৩ তারিখ নৈহাটি-সহ রাজ্যের ৬ আসনে রয়েছে উপনির্বাচন। তার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মূলত, ভাটপাড়া পৌরসভায় সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলায় আগামী ১২ নভেম্বর তাঁকে তলব করেছে সিআইডি। এবার সেই নোটিশ খারিজের দাবিতে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। এরপরই তিনি বিজেপিতে যোগ দিয়ে সেই অঞ্চলের লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। সেই নির্বাচনে জিতে সাংসদও হন। ২০২০ সালে অর্জুনের আমলে ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ ওঠে। আর অভিযোগ যে, ভাটপাড়া পুরসভার নালা সংস্কারের নামে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার পায় অর্জুন ঘনিষ্ঠ একটি সংস্থা। কাজের জন্য টাকা দেওয়া হলেও সেই কাজ হয়নি বলেই অভিযোগ। এই মামলায় ২০২১ সালে তাঁকে তলব করা হলেও অর্জুন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, এতদিন পর ফের সেই মামলায় অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিআইডি। গত ৪ নভেম্বর তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। সিআইডি-র এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে বঙ্গ বিজেপি। এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, নৈহাটিতে ভয় পেয়েছে শাসকদল। তাই, উপনির্বাচনের আগের দিন তাঁকে তলবে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁরা হাইকোর্টে যাবেন বলেই সেদিনই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
এদিন হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই বিজেপি নেতা বলেন, বিনা কারণে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য নোটিশ ইস্যু করেছে সিআইডি। ওই নোটিশ খারিজের আবেদনও জানান ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। মামলা দায়েরেরও অনুমোদন দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। সেদিন হাইকোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকে নজর সকলের।