📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: এবার ঝাড়খণ্ডের ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিন আরও একবার অনুপ্রবেশকারী ও নারী সুরক্ষার প্রশ্নে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর দাবি, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের প্রশাসন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করেই চলেছে, তাতেই সঙ্কটের মুখে জনজাতি সম্প্রদায়ের নিরাপত্তা এবং অস্তিত্ব। তাই বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডের ‘মাটি, বেটি এবং রোটি’ সুরক্ষিত হবে বলেই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। পশ্চিমবঙ্গেও রাজ্য সরকার অনুপ্রবেশে মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে ঝাড়খণ্ডে বিজেপির প্রচারের দায়িত্বে থাকা হিমন্ত বিশ্বশর্মাকে বলতে শোনা যায়, মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের জনজাতির সংখ্যা রীতিমত কমছে। এদিন অমিত শাহের মুখেও প্রায় একই সুর। তাঁর বক্তব্য, ‘হেমন্ত সোরেনের আমলে ঝাড়খণ্ডের জনজাতিরা সুরক্ষিত নন। হেমন্তজি, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। তাঁদের মধ্যে নিজের ভোটব্যাঙ্ক দেখতে পান। এই অনুপ্রবেশকারীদের জন্যই রাজ্যের জনজাতির সংখ্যা কমছে। এ দিকে, সোরেন সরকার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সাঁওতাল পরগণায় জনজাতির সংখ্যা ক্রমেই কমছে।’
এছাড়া, শাহের আরও সংযোজন, ‘অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আমাদের মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করছে এবং তাঁদের জমি দখল করে নিচ্ছে। এ রকম চলতে থাকলে ঝাড়খণ্ডের সংস্কৃতি, কর্মসংস্থান, জমি, বেটি— কোনও কিছুই নিরাপদ থাকবে না। যে সব অনুপ্রবেশকারীরা মেয়েদের উপর অত্যাচার করেছে, তাদের উল্টো করে টাঙিয়ে রাখা উচিত। ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে চলেছে এবং আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব।’
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অসমে বিজেপি সরকার গঠনের পরই অনুপ্রবেশ বন্ধ হয়েছে, সুরক্ষিত হয়েছে রোটি, বেটি এবং মাটি, ঝাড়খণ্ডেও সেটাই হবে। হেমন্তের সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলেই দাবি বিজেপির সেকেন্ড হাইকোমান্ডের। তাঁর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খণ্ডের প্রত্যেক মহিলা মাসে ২,১০০ টাকা করে পাবেন। দীপাবলি এবং রাখির দিন মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া হবে। ঝাড়খণ্ডে পাঁচ লক্ষ কর্মসংস্থান তৈরি এবং ২১ লক্ষ পরিবারকে মাথার উপর পাকা ছাদের আশ্বাসও দিয়েছেন শাহ। যুবসমাজের জন্য দু’বছর ধরে মাসে ২,০০০ টাকা করে সাইপেন্ডের আশ্বাসও রয়েছে ইস্তেহারে।
“আমরা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব”, ঝাড়খণ্ডের মাটি থেকে হুঁশিয়ারি অমিত শাহের

