📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জুনিয়র ডাক্তারদের ‘চোকার্স’ বলে আক্রমণ শানালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন এবং তারপর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা ও মায়ের ‘কথায়’ আমরণ অনশন তুলে নেন, সেটার প্রেক্ষিতে সুকান্ত বলেন, ‘আমার মতে, (জুনিয়র ডাক্তাররা) সাউথ আফ্রিকা হয়ে গিয়েছেন। শেষপর্যন্ত সেমিফাইনালে গিয়ে হেরে যাচ্ছেন। একদম চোকার্স যাকে আর কী। তো সেটাই হচ্ছে।’
কেন জুনিয়র ডাক্তারদের ‘চোকার্স’ বললেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপকি বলেন, ‘ডাক্তাররা (মুখ্যমন্ত্রীকে) চেনেন কিনা, জানি না। কিন্তু আমরা তো হাড়ে-হাড়ে চিনি। ওঁনার মিথ্যা কথায় যদি ডাক্তারবাবুরা ভুলে যান….। আর তাঁর সঙ্গেই মিটিং করতে যাচ্ছেন, যিনি মূল অভিযুক্ত। যিনি মূল অভিযুক্ত, তাঁর সঙ্গে আপনারা মিটিং করছেন জাস্টিস পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমের বলিই তো সেই বোন আমার।’
সেইসঙ্গে সুকান্ত বলেন, ‘বাংলার যে মেয়েটি এমনি সরকারি এলাকার মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় ধর্ষিতা এবং খুন হলেন, সেই সিস্টেমের জনক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবুরা বলছেন থ্রেট কালচার। সেই থ্রেট কালচারের জনক কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে মুক্তি পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেটার যা ফল হওয়ার, তাই হয়েছে।’