আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’, মুষলধারে বৃষ্টি শুরু শহর কলকাতায়

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: বুধবার জন্মাবার পরই ক্রমগত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। যত সময় এগোচ্ছে ততই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। তার প্রভাবে সকাল থেকেই মুখ ভার শহরের আকাশের, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সারদিনই বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর এবং শহরতলী। শুধু তাই নয়, বইবে ঝোড়ো বাতাসও।
মৌসমভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ২৬০ কিমি দূরে। ধামরায় যেখানে ল্যান্ডফল হবে তার থেকে ২৯০ কিমি দূরে রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে ফরাক্কার যতদূর তার থেকেও কম দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। আর সাগর দ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়।
উল্লেখ্য, আজ রাতেই ধামরা-ভিতরকণিকার কাছেই ল্যান্ডফল হবে। উপকূলে ১২০ কিমি/ঘণ্টা বেগে বইতে পারে ঝড়। এ দিকে দানার জন্য মেঘ ঢুকতে শুরু করেছে উপকূল এলাকায়। তার জন্যই সকাল থেকে বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় যত কাছে আসবে বৃষ্টি ততই বাড়বে বলেই খবর। হয়ত ওড়িশা উপকূলে ল্যান্ডফল হবে তবে তার একটা বড়সড় প্রভাব বাংলায় পড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে বইতে পারে দমকা বাতাস। যত সন্ধ্যা হবে দমকা বাতাসের গতি ততই বাড়বে। পূর্ব মেদিনীপুরে ৯০ কিমি বেগে বাতাস বইতে পারে। সবোর্চ্চ ১২০ কিমি বেগে বইবে দমকা বাতাস।
আলিপুর আবহাওয়া দপ্তর ইতোমধ্যেই কমলা সর্তকতা জারি করেছে। আজ ২৪ ঘণ্টাই বৃষ্টি হবে, কখনও থামবে। আবার কখনও আবার মুষলধারে বৃষ্টি হবে। বিকেল থেকে সন্ধে গড়ালে বইবে ঝোড়ো হাওয়া। রাতের দিকে ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ ৮০ কিমি গতিবেগে বইবে বাতাস।

error: Content is protected !!