📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ও তৃণমূল। এবার ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। ‘পরে জানানো হবে’ বলে বামেদের তরফে ঘোষণা হয়েছে।রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন, ‘এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে।’ তালডাঙরা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে মনিকুন্তল খামরুইকে (সিপিআই প্রার্থী) টিকিট দিয়েছে বামেরা। মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।
৬ টি আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের, বাকি হাড়োয়া
