স্বাস্থ্য, কেন্দ্রের বিচারে এগিয়ে বাংলা, পিছিয়ে বিজেপি শাসিত রাজ্য!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সারা ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায় সেই বিষয়টি তুলে ধরে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ভারতের জাতীয় মান যাচাই (NQAS)- এর নিরিখে বাংলার স্থান কত নম্বরে সেই তথ্য তুলে ধরে বিজেপিকে তুলোধোনা করলেন বিজেপি নেতা। NQAS- এর পরিসংখ্যান অনুযায়ী, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিকে ছাপিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বেশি গুণমান প্রমাণিত স্বাস্থ্য কেন্দ্রের অধিকারী রাজ্য হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাংলা। আর একেবারে শেষের দিকে যে পাঁচটি রাজ্য রয়েছে তার মধ্যে তিনটি হল বিজেপি শাসিত রাজ্য। এমনই তথ্য জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন,‘স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই কদিন তো অনেক আলোচনা শুনেছেন। কিন্তু, স্বাস্থ্য ব্যবস্থার গুনমানে কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। জেলা হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সর্বত্র সমীক্ষা চালিয়ে পশ্চিমবঙ্গকে প্রথম ঘোষণা করেছে কেন্দ্র। উল্লেখযোগ্য, শেষের পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিই বিজেপি শাসিত!’

error: Content is protected !!