নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৈশাখ পড়তে রাজ্যে তাপপ্রবাহ। আর এই পরিস্থিতিতে এপ্রিলের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে গরমের ছুটি দেওয়ার আবেদন জানানো হল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে এই আবেদন একাধিক শিক্ষক সংগঠনের।তাদের এই আবেদনকে মাথায় রেখে এপ্রিল মাসের ২২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতর সূত্রে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর আগে, ঠিক ছিল মে মাসের প্রথম সপ্তাহে পড়বে গরমের ছুটি। ভোটের কারণে, ১০ দিন ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আরও এগিয়ে আসতে পারে গরমের ছুটি। সরকারি স্কুল গুলির পাশাপাশি গরমের ছুটি নিয়ে বেসরকারি স্কুলগুলির কাছেও অনুরোধ করা হয়েছে।জানা গিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণার সম্ভবনা রয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে এখনও এই সিদ্ধান্তে কোনও শিলমোহর দেওয়া হয়নি। তবে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ছুটির আবেদন জানানো হয়েছে।
প্রচণ্ড দাবদাহ বঙ্গে, আরও এগিয়ে আসতে পারে গরমের ছুটি
