📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: প্রয়াত হলেন কাজি নজরুল ইসলামের নাতি কাজি অনির্বাণ। বুধবারই হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয়েছে বলেই খবর। মৃত্যুর সময় নজরুলের কনিষ্ঠতম পুত্র কাজি অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ সুইজারল্যান্ডে ছিলেন। সেখানকারই এক হোটেলে তাঁর প্রয়াণ হয়েছে বলেই জানা যাচ্ছে। কয়েকদিন আগেই সস্ত্রীক তিনি এখানে বেড়াতে এসেছিলেন। অনির্বাণের বয়স হয়েছিল ৪৯, পেশায় ছিলেন একজন চিত্রশিল্পী।
প্রসঙ্গত, সংবাদমাধ্যম সূত্রে খবর, অনির্বাণের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন নজরুলের বড় ছেলে কাজি সব্যসাচীর কন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজি। তিনি এদিন আরও জানিয়েছেন, কলকাতায় সমাহিত করা হবে প্রয়াত অনির্বাণকে। তিনি শেষবার ভাইকে দেখতে কলকাতায় আসবেন বলেও জানান।
উল্লেখ্য, নজরুল জীবিত থাকার সময়ই ১৯৭৪ সালে মারা যান কাজি অনির্বাণের বাবা কাজি অনিরুদ্ধ, তিনিও ছিলেন একজন সঙ্গীতশিল্পী। তাঁর মা কল্যাণী কাজি একজন লেখক ও সঙ্গীতশিল্পী। কল্যাণী ও অনিরুদ্ধর তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড় অনির্বাণ। ছোট ছেলে কাজি অরিন্দম। তাঁদের একমাত্র মেয়ে কাজি অনিন্দিতা।