এবারেও পুজো জেলেই কাটাবেন পার্থ চট্টোপাধ্যায়

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: এবারও দুর্গাপুজোয় বাড়ি ফেরা হল না। শারদোৎসবে সম্ভবত জেলেই থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের প্রাক্তন মহাসচিব জামিন মামলার এখনই নিষ্পত্তি হওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিন কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাঁকে প্রভাবশালী বলে উল্লেখ করে আরও এরবার জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। তাঁকে মুক্তি দিলে মামলা প্রভাবিত হতে পারে বলেও দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী দাবি করেছিলেন, তাঁর মক্কেল বর্তমানে আর রাজ্যের মন্ত্রী নন। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে নেই। তাই তাঁর বিরুদ্ধে ওঠা প্রভাবশালী তকমা দেওয়া ঠিক নয়।
তবে বলে রাখা ভালো, ২০২২ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পরই পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হন। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও আর্থিক লেনদেনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় পার্থর বাড়িতে ইডি দীর্ঘ তল্লাশি চালায়। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে প্রচুর অসংগতি থাকায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। গত সোমবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি ছিল। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআইও। তাই ওই মামলার শুনানিতে সিবিআই পার্থকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়।সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে তদন্তের কারণে হেফাজতে নেওয়ার প্রয়োজন এবং এই আবেদন মঞ্জুর হয়। ওইদিন দুজনকেই শোন অ্যারেস্ট দেখায় সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *