📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাত সকালে তাক লাগানো পোস্ট জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের। তাঁর ভক্তদের জন্য বিরাট সুখবর নিয়ে হাজির হলেন তিনি। শীঘ্রই মা হতে চলেছেন। নিজেই তাঁর গর্ভধারণের বিষয়টি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় ছেলে আর স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, “কবীর (ছেলের নাম) এবার বড় দাদা হতে চলেছে। আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। আপনাকে ভালবাসা আর প্রার্থনা চাই।” বর্তমানে তার পোস্ট ঘিরে শুভেচ্ছা বার্তার বন্যা।
প্রথম সন্তানের কবীরের সময়ও তাঁকে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ থাকতে দেখা গিয়েছে। লকডাউনে মা হওয়া, বাচ্চার জন্ম দেওয়া- সবকিছুই সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছেন ভক্তদের জানানোর জন্য। দ্বিতীয় সন্তানের সুখবরেও কোনও ব্যতিক্রম রাখেননি কোয়েল।
কবীরের সময় ঘন ঘন নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম সন্তান হওয়ার সব কাজ নিজে হাতেই করছিলেন কোয়েল। তাঁর মা হয়ে ওঠা থেকে সন্তান-জন্ম, তাঁকে বড় করা সবটাই করেছেন। তবে প্রথমে বাবা রঞ্জিত মল্লিকের বাড়িতে দিন কাটিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই আরজি কর কাণ্ডে মুখ খুলতে দেখা গিয়েছে কোয়েলকে। তিনি আগেই জানিয়েছেন, মল্লিক পরিবারের ১০০ বছরের পুজো হলেও আগের মতো থাকছে না উৎসবের আমেজ। এবার সকলের জন্য মোটেও খোলা হবে না মল্লিক পরিবারের দরজা। এতে ভক্তদের মন খারাপ থাকলেও। সাতসকালে তাঁর তাক লাগানো সোশ্যাল মিডিয়া পোস্টে সব মন খারাপ পলকে উবে গেল অনুরাগীদেক।