📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ কলকাতা হাই কোর্টের । মঙ্গলবার আদালত জানিয়ে দিল, ওই ঘটনাটি নিম্ন আদালতকে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে হবে অভিযোগকারিণীর ভূমিকাও। আপাতত তিন অভিযুক্ত জামিনে মুক্ত।
প্রসঙ্গত , ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৮ অগস্ট। মুর্শিদাবাদের বহরমপুরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনায় পকসো আইনে মামলা দায়ের হয়। এর পর নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গত এক বছর ধরে তাঁরা জেলেই রয়েছেন। অভিযুক্তেরা জামিনের আবেদন করলে সেই আর্জিও খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। শেষমেশ ওই তিন জন হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযু্ক্তদের বক্তব্য ছিল যে, তাঁরা এমন কোনও ঘটনার সঙ্গে জড়িত নন, তাঁদের ফাঁসানো হচ্ছে। মঙ্গলবার হাই কোর্টে মামলা উঠলে বিচারপতিরা জানতে পারেন, নির্যাতিতাকে চাপ দিয়ে গোপন জবানবন্দিতে মিথ্যা অভিযোগ করতে বাধ্য করা হয়েছিল।