এবার পুজোর অনুদান ফেরানোর তালিকায় জুড়লো পুরুলিয়ার পুজো কমিটির নাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সুবিচারের দাবিতে সওয়াল জবাব চলছে সুপ্রিম কোর্টে। এদিকে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর অনুদান বাড়িয়ে এবছর করা হয়েছে ৮৫ হাজার টাকা। তবে প্রতিবাদ স্বরূপ শহর থেকে জেলায় বহু পুজো কমিটিই ফেরাচ্ছে পুজোর অনুদান ।এবার সেই তালিকায় জুড়লো পুরুলিয়ার পুজো কমিটির নাম ।রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করল পুরুলিয়ার ঝালদা-১ ব্লকের অন্তর্গত টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দির সমিতি।

এবছর ঝালদা-১ ব্লকের অন্তর্গত টাটুয়াড়া মা শ্মশান কালী মন্দির সমিতি পুজো নবম বর্ষে পা দিল। গত দুই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। কিন্তু, এবছর এই পুজো কমিটি রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত পুজোর অনুদান প্রত্যাখান করল। গত শুক্রবার পুজো কমিটির তরফে এই মর্মে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়ার জেলাশাসককে। চিঠির সঙ্গে অনুদানের চেকও বন্ধ হয়েছে কি না তা  RTI-এর মাধ্যমে জানতে চান। চিঠির কপি দেওয়া হয়েছে পুলিশ সুপারকেও।