📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। জোর কদমে চলছে প্রস্তুতি। উৎসবের দিন রাত জন জোয়ার প্লাবিত হয় শহরের বুকে। যত্রতত্র পার্কিং। তার ওপর যানজট। সব মিলিয়ে ভোগান্তির শেষ থাকে না জন সাধারণের। পুজো কে সামনেই রেখে প্রস্তুতি বৈঠক সেরে ফেলল কলকাতা পুরসভা। সম্প্রতি সম্পন্ন হল সেই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা। বৈঠকে নেতৃত্ব দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে পুজোয় দর্শনার্থীদের সুবিধা এবং পুজো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এবার দুর্গাপুজোয় বেআইনি পার্কিং রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা। পাশাপাশি শহরের সমস্ত সুলভ শৌচালয় ২৪ ঘণ্টা ধরে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে ঠিক হয়েছে তৃতীয়া থেকে দশমী পর্যন্ত কলকাতায় যতগুলি সুলভ শৌচালয় রয়েছে সেগুলি সব সময়ের জন্য খোলা থাকবে। এছাড়াও, মহালয়া থেকে রাত ৩টে থেকে জল পাওয়া যাবে।দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে সুলভ শৌচালয়গুলি আগামী ৫ অক্টোবর তৃতীয়া থেকে ১২ অক্টোবর দশমী পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি শহরজুড়ে থাকবে আরও ৪০০ বায়োটয়লেট।
এদিকে, অবৈধ পার্কিং নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সাধারণত পুজো মণ্ডপের আশপাশে বেআইনি ভাবে পার্কিং করিয়ে টাকা আদায় করার অভিযোগ ওঠে। এবার যাতে পুজোয় এই ধরনের অবৈধ পার্কিং বন্ধ করা যায় তারজন্য ডিজি ট্র্যাফিককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।