নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একাধিক এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিও ছুঁতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও সেখানও গরম বাড়ছে বলে জানাল আবহাওয়া দফতর। দার্জিলিং ছাড়া কয়েক জায়গায় ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে ভোট শুরু হচ্ছে। তার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কৌতূহল বাড়ছে। এমনিতেই তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষ থেকে ভোটকর্মী সকলেরই। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বুধবার থেকে পশ্চিমের প্রায় সব জেলাতে তাপপ্রবাহ শুরু হতে পারে!