📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story:সেকালে, ১৮৭৩ সালে কলকাতায় প্রথম ট্রাম পরিষেবা শুরু হয়েছিল। তিলোত্তমার বুকে যাতায়াতের অন্যতম মাধ্যমই ছিল ট্রাম। কিন্তু আজ হারিয়ে যেতে চলেছে শহর কলকাতার ঐতিহ্যবাহী যানটি।
প্রসঙ্গত, ট্রামের রক্ষণাবেক্ষণ করতে রীতিমত ব্যর্থ পরিবহন দপ্তর, সেই কথাই স্বীকার করে নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী বলেন, যানজটমুক্ত যানবাহন চলাচলকে গুরুত্ব দেওয়া হবে। সেই কারণে ঐতিহ্যবাহী ট্রাম চলবে না আর শহরে। তিনি জানান, ধর্মতলা থেকে একটি মাত্রই ট্রাম চালাবে পরিবহন দপ্তর। বর্তমানে গোটা বিষয়টি হাইকোর্টের বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, আগামী দিনে এই ঐতিহ্যবাহী যানটির দেখা মিলবে শহর কলকাতার একমাত্র পরিবেশবান্ধব। সাংবাদিক সম্মেলনে করে স্নেহাশীষ চক্রবর্তী এও জানিয়েছেন, পৃথিবীর আর কোথাও ট্রাম চলে না। মূলত, শহরের যানজটের দিকে নজর রাখতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে বলেই খবর। কারোর আবেগ কিংবা সুবিধার্থে নয়, রাজ্যবাসীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান রাজ্যের পরিবহন মন্ত্রী। এবার শহর কলকাতা থেকে চিরতরে উঠে যেতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা।
ধর্মতলা ছাড়া কলকাতায় আর দেখা মিলবে না ট্রামের, ঘোষণা পরিবহন মন্ত্রীর

