আইএসএল ডার্বি : খেলার দিন থাকছে বিশেষ মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আইএসএলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সব সময়ই উত্তেজনাকর। দুই প্রধানের লড়াইয়ের সাক্ষী থাকতে দূর দূরান্ত থেকে অসেন বহু সমর্থক। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ দেখার পর সমর্থকদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে । ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলবে। মাঝে সেটি থামবে ফুলবাগান স্টেশনেও। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।

error: Content is protected !!