📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “সরকার গঠনের এক ঘণ্টার মধ্যেই বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”! বিধানসভা নির্বাচনের আগে বিহারবাসীর উদ্দেশে এমনই ঘোষণা জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের।
ভোটকুশলীর দায়িত্ব দূরে সরিয়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন প্রশান্ত। ইতিমধ্যে তৈরি করেছেন জনসূরজ পার্টি। সম্প্রতি সাংবাদিকরা প্রশান্তকে প্রশ্ন করেন, ক্ষমতায় এলে প্রথমেই তাঁর সরকার কী পরিবর্তন আনতে পারে? উত্তরে জনসূরজ পার্টির প্রধান পরিষ্কার জানান, “সরকার গঠনের এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে”।
পিকের অভিযোগ, বিহারে মদ নিষিদ্ধ করার পিছনে দায়ী নীতীশ কুমার। জেডিইউ সুপ্রিমোকে কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, ইতিমধ্যে মদ বন্ধের সিদ্ধান্ত অকার্যকর প্রমানিত হয়েছে। মদ বিক্রি বন্ধ করতেই বিহারজুড়ে বেআইনি মদের কারবার ফুলেফেঁপে উঠেছে। যার সুযোগ নিয়ে নিজের পকেট ভরাতে নীতীশ উঠেপড়ে লেগেছেন বলেও অভিযোগ পিকের।
পাশাপাশি রাজ্যে মদ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে গান্ধীজিকে নিয়েও লাগাতার অপপ্রচার চালিয়েছেন তার কড়া সমালোচনা করেছেন জনসূরজ পার্টির প্রধান। পিকের চ্যালেঞ্জ নীতীশ কুমার ও তাঁর অনুগামীরা যদি দেখাতে পারেন গান্ধীজি বলেছেন সরকার কড়া আইন এনে মদ নিষিদ্ধ করুক, তাহলে আমি ওঁদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে প্রস্তুত।
পিকে মনে করিয়ে দেন তিনি যোগ্যতার রাজনীতিতে বিশ্বাসী। তাই মদে নিষেধাজ্ঞার বিরোধিতা করতে তিনি এতটুকু ভয় পান না। সূত্রের খবর, রাজ্যের একাধিক প্রান্তে প্রচারে গিয়ে মদের উপর নিষেধাজ্ঞা তোলার বিষয়েই সওয়াল করছেন প্রশান্ত। পাশাপাশি তাঁর দাবি, বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন জনসূরজ পার্টির সদস্যই।