‘পদত্যাগ করতে রাজি, ওরা বিচার চায় না, চেয়ার চায়’, নবান্ন ছাড়ার আগে বললেন মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষার পর নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তার আগে সাংবাদিক বৈঠকে জানান, মানুষের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি । তিনি বিচার চান, পদ নয় ।

নবান্ন সভাঘরে এদিন প্রশাসন ও জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যায় । লাইভ স্ট্রিমিং নিয়ে চলে বিস্তর টানাপোড়েন । পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন, কেন লাইভ স্ট্রিমিং করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি । একই সঙ্গে তিনি জানান, তিনি অনেকচেষ্টা করেছেন । কিন্তু, সমাধান করতে পারলেন না । এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমাও চান ।

মুখ্যমন্ত্রী জানান, বাকি মানুষের মতো তিনিও বিচার চান । তিনি চান তিলোত্তমা বিচার পাক । মুখ্যমন্ত্রী নাম করে জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করে বলেন, ‘মানুষ এসেছিলেন বিচার চাইতে । কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চান না । ওরা চান চেয়ার । আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি । মুখ্যমন্ত্রীর পদ চাই না । আমি চাই মানুষ বিচার পাক ।’

জুনিয়র ডাক্তারদের দাবি, তাঁরা ওই চেয়ারের উপর ভরসা রেখেই আলোচনা করতে এসেছিলেন । কিন্তু তাঁরা হতাশ । কারণ, তাঁরাও চান ওই পদে কাজ চালিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

error: Content is protected !!