📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চমকে দেওয়ার মতো ফ্রেম। গণেশ পুজো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! অনেকের কাছেই এই ছবি অপ্রত্যাশিত। তবে নয়াদিল্লিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী।
প্রতি বছরই বাড়িতে ১০ দিনের গণেশ উৎসব পালন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবার তাঁর বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ব্রুনেই ও সিঙ্গাপুর সফর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। তারপর বুধবার সন্ধেয় তাঁকে দেখা যায় প্রধান বিচারপতির বাড়িতে।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের পুজো করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাড়িতে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন সস্ত্রীক ডিওয়াই চন্দ্রচূড়। তারপর একসঙ্গে প্রধান বিচারপতি, তাঁর স্ত্রী কল্পনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণেশ আরাধনা করতে দেখা যায়। যদিও বেশিক্ষণ সেখানে ছিলেন না মোদী। পুজোর পরই বেরিয়ে যান। পুরো বিষয়টিই সৌজন্য ছিল বলে জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।
বর্তমানে কলকাতার আরজি কর হাসপাতালের মামলা শুনছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে দু-দফার শুনানি হয়েছে। তবে আন্দোলনকারীরা সদর্থক কোনও পদক্ষেপ এখনও দেখতে পাননি। তাই তাঁরা কিছুটা হতাশ। এদিকে আরজি করের ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুবার চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনা হোক, এমন দাবি ছিল তাঁর। সে নিয়েও অবশ্য ইতিবাচক উত্তর তিনি পাননি বলেই দাবি। এবার প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে একফ্রেমে দেখে রাজনৈতিক কোনও প্রতিক্রিয়া আসে কিনা সেটাই দেখার।