📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জি বাংলার জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সা রে গা মা পা’। সেখানে সম্প্রতি এক পর্বে হাজির হয়েছিলেন জনপ্রিয় নাট্যশিল্পী গৌতম হালদার। সেখানেই মঞ্চে তিনি গেয়ে শোনান জয় গোস্বামীর লেখা ‘বেণীমাধব’ কবিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। কিন্তু তাতেই কটাক্ষের বন্যা।
গতকাল বিকেল চারটে নাগাদ জি বাংলার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে গৌতম হালদারের কণ্ঠে ‘বেণীমাধব’। ক্যাপশনে লেখা হয়, ‘সঙ্গীতের সেরা মঞ্চে গৌতম হালদারের অনবদ্য উপস্থাপনা’। এখনও পর্যন্ত ওই পোস্টে ৭৮ হাজার রিঅ্যাকশন, ৫ হাজার ৮০০-এর অধিক কমেন্ট ও ৩ মিলিয়ন শেয়ার। সোমবার এই ভিডিও পোস্ট হতেই তা রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু যার অধিকাংশই বিরক্তির সহিত।
গৌতম হালদারের কণ্ঠে ‘বেণীমাধব’ মোটেই ভালভাবে গ্রহণ করেননি নেটিজেনদের সিংহভাগ। চ্যানেলের পোস্টে কেউ লিখলেন, ‘মোটেই ভাল লাগেনি। এর থেকে লোপামুদ্রা মিত্রের গানটি চোখ বন্ধ করে শোনা অনেক ভাল। আপনি বড় মাপের শিল্পী কিন্তু দয়া করে এভাবে আর আবৃত্তি বা গান করবেন না। অসুস্থ বোধ হয় আমাদের। একজন স্কুলে পড়া মেয়ে এভাবে কদাকার অভিব্যক্তি করে নিজেকে প্রকাশ করে কিনা জানি না…’আমার বাবা দোকানে কাজ করে’ কথাটা এভাবে কেন বলতে হয় আপনাকে… জানি না। কে জানে, আপনার আমার সমাজ, চেতনা, ভালবাসা, প্রেম… সবটা বোধ হয় আলাদা, এক্কেবারে ভিন্ন।’ আবার একজন লিখলেন, ‘একজন কবি লিখেছিলেন এমন একটি কবিতা, একজন প্রথিতযশা সঙ্গীতশিল্পী এই কবিতাটিতে সুরারোপ করে উচ্চমাত্রায় নিয়ে গেছেন, আর আপনি সেই সমস্ত শুভ প্রয়াসের শ্রাদ্ধ করলেন।’ অপর একজন লেখেন, ‘কার কেমন লাগল জানি না। আমার জঘন্য লাগল। সঙ্গে শরীরী ভাষা আরও কুৎসিত।’ অপর একজনের কটাক্ষ, ‘এই বিকৃত উচ্চারণ শুনে এবং অস্বস্তিকর অতিনাটুকেপনা দেখে কোথাও যেন আমরাই প্রাধান্য দিয়ে ফেলছি এই অসফল জঘন্য পরিবেশনাটিকে। একের পর এক… আর নেওয়া যাচ্ছে না, এবার থেকে এড়িয়ে যাব।’ এখানেই শেষ নয়। এর থেকে আরও কঠিন ও জঘন্য ভাষাতেও গৌতম হালদারের পরিবেশনার সমালোচনা করেছেন নেটিজেনরা।

