ঘটনার ১ মাস, বিচার এখনও অধরা! রবিবার সন্ধেতে মিছিলে পা মেলালেন অঞ্জনা, রুপা, অপরাজিতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে নামল টলিউড। ‘আমরা তিলোত্তমা’ ব্যানারে এর আগেও পথে নেমেছিলেন টলিউডের কলা কুশলীরা। রবিবারেও ফাগের পথে টলিপাড়া। টালিগঞ্জ থেকে ব্যারিকেড করে রাসবিহারীর দিকে এগিয়েছে মিছিল। টলিপাড়ার সেই মিছিল এরপর পৌঁছয় হাজরায়। মিছিলে যোগ দিয়েছেন অঞ্জনা বসু, সুজয় প্রসাদরাও।

স্লোগান উঠেছে ‘কালীঘাটের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’। অভিনেত্রী রূপা ভট্টাচার্য, অপরাজিতা আঢ্যরাও এই মিছিলে পা মিলিয়েছেন। আরজি কর কাণ্ডের পর এক মাস অতিক্রান্ত। তবুও বিচারের কিনারা হয়নি। রবিবার একাধিক জায়গায় ডাক রয়েছে প্রতিবাদ বিক্ষোভের।

উল্লেখ্য,আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক মাস। এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। ধর্ষণ ও খুন কাণ্ডে এখনও একমাত্র গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায়। এরই প্রতিবাদে রবিবার বিকেলে মিছিল কলকাতার বিভিন্ন প্রান্তে। রবিবার বিকেলে গড়িয়াহাট থেকে মিছিল করেন ৫২টি স্কুলের প্রাক্তনীরা। নারী সুরক্ষার দাবিতে পথে নামেন তাঁরা।

গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি।

error: Content is protected !!