সুখ-সমৃদ্ধি-শান্তি ফেরাতে সিদ্ধিদাতার আরাধনা, জানুন এবছর গণেশ চতুর্থীর নির্ঘণ্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতাদের মধ্যে সর্বাগ্রে পূজিত হন গণেশ (Ganesh Puja)। যিনি বিঘ্নহর্তা নামেও পরিচিত। অর্থাৎ সমস্ত সমস্যা, বাধা দূর করতে সিদ্ধিদাতার পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। তাই তো বিয়ের কার্ডেও গণেশের উপস্থিতিকে শুভ বলেই বিশ্বাস করেন তাঁরা।

এবার ৭ সেপ্টেম্বর ২০২৪ -এ গণেশ চতুর্থী এবং ১৭ সেপ্টেম্বর ২০২৪ -এ অনন্ত চতুর্দশীর উৎসব পালিত হবে। তবে তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগের দিন থেকেই। ২১ ভাদ্র শুক্রবার, ৬ সেপ্টেম্বর দুপুর ৩টে ৩ মিনিটে লাগছে চতুর্থী, তিথি থাকবে ৭ সেপ্টেম্বর ৫.৩৮ মিনিট পর্যন্ত।

জবা ফুল এবং দূর্বা যেমন গণেশ পুজোতে ব্যবহৃত হয়, তেমনই সিদ্ধিদাতার পুজোয় লাগে মোদক। মনে করা হয়, এটিই তাঁর পছন্দের খাবার। কিন্তু জানেন কি, গণেশের আরেকটি প্রিয় জিনিস সিঁদুর (Sindur)?

হ্যাঁ, বজরংবলির মতো গণেশও সিঁদুর পছন্দ করেন। প্ৰচলিত বিশ্বাস মতে, প্রত্যেক বুধবার গণেশ পুজোয় সিঁদুর ব্যবহার করলে সব দুঃখ, দুর্দশা, বিঘ্ন থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *