মেয়ের বিচার চেয়ে আরজিকরে বাবা-মা, মোমবাতি, স্লোগানে ফের গর্জে উঠল কলকাতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ‘আলোর পথে’ কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। জুনিয়র চিকিৎসকদের আহ্বানে রাত ৯টা বাজতেই আঁধারে ঢাকল গোটা কলকাতা। আলো নিভিয়ে দেওয়া হল একাধিক বহুতলের। জ্বলছে শুধুমাত্র কয়েকটি স্ট্রিট লাইট।

আরজিকরের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আলো নিভিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের। নেভানো হয়েছে রাজভবনের আলো। মোমবাতি আর প্রদীপ হাতে রাস্তায় তিলোত্তমাবাসী।

বুধবার রাত ৯টা বাজতেই আরজি করের জরুরি বিভাগের সামনে মোমবাতি জ্বালানো হয়। এই ভবনের চার তলা থেকেই উদ্ধার করা হয়েছিল ওই তরুণী চিকিৎসকের দেহ। ফুল এবং মালা দেওয়া হয়েছে তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তিতে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পৌঁছেছেন তরুণী চিকিৎসকের বাবা-মা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা।

আরজি কর হাসপাতালে ধর্নামঞ্চের সামনে সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। বদলে জ্বালানো হয়েছে মোমবাতি এবং প্রদীপ। অন্যদিকে, ঘড়ির কাঁটা ৯ টা ছোঁয়ার আগেই মোমবাতি হাতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ।কারও হাতে জ্বলছে ফোনের ফ্ল্যাশ লাইট।

দোষীদের শাস্তি চেয়ে রাত দখল করতে প্রস্তুত সকলেই। সবার মুখেই প্রতিবাদের ভাষা। কারও হাতে পোস্টার ‘জাস্টিস অফ আরজি কর’, আবারও কারও পোস্টারে লেখা, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

error: Content is protected !!