ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের, অস্বস্তি বাড়ল তৃণমূলের

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: যত দিন যাচ্ছে ততই আর জি কর কাণ্ড নিয়ে তোপের মুখে পড়ছে তৃণমূল সরকার। দলের অন্তর্দন্দ্ব যেন ক্রমশই চওড়া হচ্ছে। প্রথমে প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং তারপর রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের মন্তব্য রীতিমত অস্বস্তিতে ফেলছে রাজ্য প্রশাসনকে। প্রথম থেকেই সাংসদ সুখেন্দুশেখরের মন্তব্য নিয়ে তৈরি হয় জটিলতাও। ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সাংসদের। মনে করিয়ে দিলেন মানুষের মৌলিক অধিকারের কথা। ঘাসফুল শিবিরের সাংসদের এহেন মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে।

 প্রসঙ্গত, প্রতিদিনই আর জি কর ইসুতে তোলপাড় গোটা রাজ্য। আজও জুনিয়ার চিকিৎসকদের ডাকা বিশেষ প্রতিবাদে সামিল হবে গোটা বাংলা। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে এক অভিযুক্তকে। এছাড়া আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে হত্যার সুবিচারের দাবিতে এখনও রাস্তায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ফের নিজের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সুখেন্দুশেখর লিখলেন, “রাত দখলের সঙ্গেই বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।”

 উল্লেখ্য, আর জি কর নিয়ে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। তবে সিদ্ধান্ত বদল করে ১৪ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনায় বসেন সাংসদ। এখানেই শেষ নয়, পরবর্তীতে পুলিস কমিশনার বিনীত গোয়েল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন। তার জেরে আইনি জটিলতার মুখেও পড়তে হয় তাঁকে। ফের বিতর্কিত পোস্ট রাজ্য সরকারের আরও অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।