নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটে জিতে এলে বিজেপি সবার অধিকার খর্ব করবে। এমনকী, কী খাবেন সেটাও ঠিক করে দেবেন বিজেপি। কোচবিহারে নির্বাচনী জনসভায় এবার এই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, সকাল থেকে রাত রাজ্যবাসী কী খাবেন সেটাও ঠিক করে দেবে বিজেপি।লোকসভার প্রথম দফায় ভোট হবে কোচবিহারে। রাজনৈতিক মহলের মতে, পাঁচ বছর আগের হারানো এই আসন এবার পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই এবার লোকসভার প্রচারে কোচবিহারে বারে বারে এসে বিজেপির বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন তৃণমূল নেত্রী। সোমবারও তার ব্যতিক্রম হল না।এদিন প্রচার মঞ্চে মমতার সরাসরির অভিযোগ, ভোট বানচালের চেষ্টা করবে বিজেপি। আর তাই জেলা নেতাদের আগাম সতর্ক করেছেন তিনি। চ্যালেঞ্জ করেছেন বিজেপির নির্বাচনী ইস্তেহারকে। মমতা বলেন, ‘‘ইস্তাহারে দেখলেন তো, আমি যা বলেছিলাম তাই হল। আমি আগে বলি, পরে সবাই সেটা বলে। ইউনিফর্ম সিভিল কোড ইস্তাহারে রেখেছে। দেশ তো বেচে দিচ্ছে। তফসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না।’’
বিজেপি এলে কী খাবেন, সেটাও ঠিক করে দেবে, কোচবিহারে অভিযোগ মমতার
