📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়তে চলেছেন । তবে কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। বুধবার তিনি নিজেই এ কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটের আগেই নতুন দল গড়বেন।
চম্পই বুধবার বলেন, ” আমি তিনটি বিকল্পের কথা বলেছিলাম। অবসর নেওয়া, সংগঠন গড়া এবং বন্ধুর সঙ্গী হওয়া। আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। নতুন সংগঠন গড়ে বন্ধুদের সঙ্গে নিয়ে এগিয়ে যাব। আমার দরজা সকলের জন্যই খোলা। ” চম্পই এখনও খাতায় কলমে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য এবং জেএমএম বিধায়ক। যদিও হেমন্তের সঙ্গে টানাপড়েনের কারণে গত সপ্তাহেই জেএমএম ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। দিল্লি গিয়ে দেখা করে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও।