📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: RG কর হাসপাতালে হামলার ঘটনার তদন্তে DYFI এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়কে লালবাজারে তলব করা হল। এছাড়াও DYFI এবং SFI-এর মোট ৬জন নেতাকে তলব করা হয়েছে বলে খবর। লালবাজার সহ সংশ্লিষ্ট থানায় শনি ও রবিবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।
রাত দখলের কর্মসূচির সময়ই RG কর হাসপাতালে হামলা চালায় একদল দুষ্কৃতী। জরুরি বিভাগ থেকে শুরু করে ENT বিভাগ পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ওই ঘটনায় কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হামলার ঘটনার পিছনে DYFI এবং BJP জড়িত ছিল বলে শুক্রবার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সংগঠনের পতাকা হাতে ঘটনার সময় হাসপাতালের বাইরে ছিলেন DYFI কর্মীরা। এবং জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছিল BJP কর্মীরা। তারাই ওই হামলা চালিয়েছে।
এই ঘটনা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানিয়েছেন, বিভিন্ন ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণ করা হয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার লালবাজারের তরফে তলব করা হল মীনাক্ষি মুখোপাধ্যায়কে।
এদিকে শনিবার CBI দফতরে হাজির হয়েছিলেন ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার। এছাড়াও নিহত চিকিৎসকের দুই বন্ধুকেও তলব করা হয়েছিল। তাঁরাও এদিন হাজির হয়েছিলেন CBI দফতরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই বন্ধুকে ছেড়ে দেওয়া হয়েছে।