📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজভবনে শ্লীলতাহানির ঘটনার পরে তিনি বলেছিলেন, ‘‘রাজভবনে আর একা যাওয়া যাবে না।’’ তার মাস তিনেক পরে স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের চা-চক্রে যোগ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে ‘একা’ নয়। ‘সদলে’। মমতা বললেনও, ‘‘আমি বলেছিলাম, একা আসতে সমস্যা আছে। আমি ১০-১২ জনের দল নিয়ে এসেছি।’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিলেন মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমার, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই।
সপার্ষদ রাজভবনে গেলেও রাজভবনে গিয়ে জলস্পর্শও করেননি মমতা। বোতলে করে জল নিয়ে গিয়েছিলেন। রাজভবনের তরফে দেওয়া দল বা খাবার— কোনওকিছুই ছুঁয়ে দেখেননি মুখ্যমন্ত্রী। পরে বাইরে বেরিয়ে মমতা বলেই দেন, ‘‘আমি ওখানে এক ফোঁটা জলও খাইনি।’’

