নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাদবপুর হোক বা দক্ষিন কলকাতা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, রাজ্যের শাসক দলের সাথে পাল্লা দিয়ে দেওয়াল লেখা চোখে পড়ছে SUCI দলের। যে কোন নির্বাচনের আগে, প্রচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দেওয়াল লেখা – সেখানে কলকাতায় প্রায় নেই বললেই চলে দেশের শাসক শিবির বিজেপি। বিক্ষিপ্ত কিছু জায়গায়, ভাঙ্গা হাতে দেবশ্রী চৌধুরি কে অনেক কষ্টে পাওয়া গেলেও, অনির্বাণ অধরা।
দেওয়াল লেখায় বিজেপি -কে হারিয়ে দিল SUCI
