‘সন্ধান চাই’, আরজি করে মধ্যরাতে হামলার ঘটনায় দোষীদের খোঁজ পেতে ছবি প্রকাশ করল পুলিশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে এ বার ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের! বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ওই অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েক জন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগে চিহ্নিত করে তাঁদের সন্ধান চেয়েছে পুলিশ।

সমাজমাধ্যমে ওই পোস্টে লেখা হয়েছে— ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।’’ তারই সঙ্গে ইংরেজিতে লেখা বার্তা— ‘‘যে কেউ নীচের ছবিতে লাল রঙে বৃত্তাকার ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করতে পারেন। সরাসরি আমাদের কাছে বা আপনার স্থানীয় থানার মাধ্যমে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।’’