📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একটা রাতের একটা ঘটনা। গোটা জীবন বদলে দিয়েছে তাঁর। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা ছিল। তারপরই দুজনে বিয়ে করতেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতের ঘটনায় সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। আরজিকরের চিকিৎসক-পড়ুয়ার নৃশংস হত্যার খবরে বাক্যহারা হয়ে গেছেন তাঁর প্রেমিক। তবে সংবাদমাধ্যমে যেটুকু মুখ খুলেছেন তাতে জানিয়েছেন, নাইট ডিউটি করতেই চাইতেন না নির্যাতিতা।
তরুণী চিকিৎসক-পড়ুয়ার বাড়ির লোকেরা আগেই দাবি করেছেন যে, তাঁর আরজিকরে যেতেই ভাল লাগত না। ওপর মহল থেকে চাপ দেওয়া হত। কার্যত একই কথা বলেছেন নির্যাতিতার প্রেমিকও। তাঁর বক্তব্য, নাইট ডিউটি পছন্দ ছিল না তাঁর, করতে চাইত না। তবে কেন, কী সমস্যা ছিল তা কোনওদিন জানায়নি। একই সঙ্গে নির্যাতিতার প্রেমিক সংবাদমাধ্যমে এও জানিয়েছেন, তরুণী যে সেমিনার হলে ঘুমোতেন তাও তিনি জানতেন না। এইসব কথা তাঁকে কখনও জানাননি নির্যাতিতা।

