📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার সকালে আভাস মিলেছিল যে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি আসতে পারে। সেই পূর্বাভাস মিলে বেলা ১১টার কিছু পর নামে বৃষ্টি।
শহর কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বজ্রপাতের সর্তকতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই ছিল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও চলছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধ ও বৃহস্পতিবার। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল বুধবার ও তারপরের দিন বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং-সহ সব জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ২-৩ জেলায়।
চলতি সপ্তাহে গোটা রাজ্যেই অল্প-বেশি বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে হাওয়া অফিস। কারণ এই মুহূর্তে বাংলায় মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আপাতত এই অক্ষরেখা রাঁচি ও দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে, রাজস্থান এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যেটি উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এই কারণে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।