📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর হাসপাতালের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে নিজেদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানালেন আরজি করের বিক্ষোভরত পড়ুয়ারা। তবে একই সঙ্গে আরও তিন আর্জির কথা জানিয়েছেন তাঁরা। পড়ুয়াদের আশা, হাই কোর্ট তাঁদের এই আর্জিগুলিকে মান্যতা দেবে।