অলিম্পিক্স শেষ হল না, পদকের রং উবে যাচ্ছে! মার্কিন অ্যাথলিটের ভিডিওতে তুলকালাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ আবার কী! এমনটা তো আগে হয়নি। অলিম্পিক্সের পদক মানে মহার্ঘ্য ব্যাপার, সেটি অমূল্য। কোনও অর্থ দিয়ে তা বিচার করা যায় না। কিন্তু প্যারিস অলিম্পিক্স শেষের আগেই তা নিয়ে চরম বিতর্ক।

আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন এই নিয়ে অভিযোগ করেছেন। তিনি অলিম্পিক্স শুরুর প্রথম সপ্তাহেই স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর দশদিন পরে উদ্ধার করা গিয়েছে, ওই পদকের রং উবে যাচ্ছে। যে উজ্জ্বলতা প্রথমে ছিল, সেটি আর নেই। বরং দিনের দিন সেটি কমে যাচ্ছে। সেই নিয়ে এই মার্কিন অ্যাথলিট একটি ভিডিও করে সেটি সোশ্যাল সাইটে দিয়ে দিয়েছেন। তাতে প্যারিসের আয়োজকদের ট্যাগ করে লিখেছেন, আমার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক।

হিউস্টন ওই ভিডিওতে আরও বলেছেন, মাত্র এক সপ্তাহ হয়েছে আমি পদক পেয়েছি, হয়তো আরও কয়েকদিন বেশি। তারমধ্যে এটা আমার শরীরের সঙ্গেই ছিল। ঘামে ভিজেছে, আবার বন্ধুরাও নানাভাবে দেখেছে। কিন্তু একটা অলিম্পিক্স পদকের যা মান হওয়া উচিত, সেটি এমন নয়।

এই বিষয়টি নজরে এসেছে প্যারিসের আয়োজকদের। তারা ইমেলে ওই অ্যাথলিটকে লিখেছেন, কয়েকদিনের মধ্যেই ওই খারাপ হয়ে যাওয়া পদক প্রতিস্থাপিত করে দেওয়া হবে। এমনকী কোনও অ্যাথলিটের এমন অভিযোগ থাকলে তাঁরাও যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। তাঁদেরও পদক নিয়ে ব্যবস্থা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *