বিয়ের পরে নতুন জট সোহিনীর, রণজয়কে আইনি নোটিস প্রাক্তনদের?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোহিনী এবং শোভনের বিয়ে হয়েছে বেশ কিছু দিন হল। কিন্তু এর মধ্যেই খবর, তাঁর প্রাক্তন রণজয় বিষ্ণুকে নাকি আইনি নোটিস পাঠিয়েছেন সোহিনী। শুধু তাই নয়, নোটিস নাকি পাঠিয়েছেন রণজয়ের আরও এক প্রাক্তন সায়ন্তনী গুহঠাকুরতাও। এবার প্রাক্তন সম্পর্কের জেরেই আইনি জটে জড়ালেন অভিনেতা রণজয় বিষ্ণু।

রণজয়ের একাধিক অভিনেত্রীদের সঙ্গে আনাগোনা রয়েছে একথা শোনা গিয়েছিল। অভিনেতা তাঁদের সিঁড়ির মতো ব্যবহার করেছেন, দিনের পর দিন আর্থিক সহায়তা নিয়েছেন এমন অভিযোগ ও উঠছিল। শোনা যাচ্ছে, সোহিনীর বিয়ের পর প্রাক্তন সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ জনেদের কাছে নানা কুকথা বলেন রণজয়।

এদিকে রণজয় এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন , তিনি এবং তাঁর পরিবার মর্মাহত, এবং মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছেন এই ধরণের কুৎসায়। প্রয়োজনে তিনি আইনি পথে এগোবেন। শোনা যায়, এরপরেই প্রথম নোটিসটা নাকি গিয়েছে সোহিনীর তরফেই, তারপর সায়ন্তনী। তিনপক্ষের আইনজীবীরা ব্যাপারটি দেখছেন বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে, এই বিষয়ে এখনও অবধি মুখ খোলেননি কেউই।

উল্লেখ্য , এর আগে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন রণজয় । যেখানে তাঁর দাবি ছিল, বিগত কয়েকদিন ধরে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে, যার জন্য তিনি ও তাঁর পরিবার একেবারেই প্রস্তুত ছিলেন না । যেসব ঘটনা ঘটে চলেছে, তাঁকে নিয়ে যে কাল্পনিক ও অসত্য কথা রটানো হচ্ছে, তার জন্য তিনি ও তাঁর পরিবার ব্যথিত । তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত । যার প্রভাব পড়ছে অভিনেতার কর্মজীবনেও ।

রণজয়ের অভিযোগ, শুধুমাত্র প্রচারের লোভে তাঁর ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে । তাঁর পরিবারকে পাব্লিক ফোরামে ছোট করা হচ্ছে । আর সেসবের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলবেন । তবে, এর জবাব তিনি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে দেবেন না । শুধুমাত্র প্রচারের লোভে যাঁরা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন, তাঁদের যাবতীয় উত্তর আইনি পথেই দেবেন তিনি । এরপরেই সোহিনীর দিক থেকে নোটিস যায় বলে জানা যায়।

error: Content is protected !!