১৫ জনের নামের তালিকা, আজ বাংলাদেশে ইউনুসের শপথ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শেখ হাসিনা সরকারের পতনের ৭২ ঘণ্টা পর আজ, বৃহস্পতিবার বাংলাদেশে তৈরি হতে চলেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, এদিন সন্ধ্যায় এই সরকারের প্রধান হিসাবে শপথ নিতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। দুপুরেই প্যারিস থেকে ঢাকা ফিরছেন তিনি। মঙ্গলবার রাতেই গণভবনে এক বৈঠকে ইউনুসের নামে সিলমোহর দেওয়া হয়েছে।

ঢাকা আসার আগে ইউনুস জানিয়েছেন, সর্বস্তরে শান্তি ফেরানো হবে তাঁর প্রথম কাজ। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সরকার গঠনে নোবেলজয়ীকে তাঁরা সবরকম ভাবে সাহায্য করবেন। ইতিমধ্যেই ১৫ জনের একটি তালিকা ছাত্রদের তরফে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো জানিয়েছেন, এদিন দুপুরেই প্যারিস থেকে দেশে ফিরছেন ইউনুস।

এদিকে সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারে আওয়ামী লিগকে ডাকা হলে, তাঁরা যোগ দেবেন। কারণ, বাংলাদেশকে স্বাধীন করেছে তাঁদের দল। তাই দেশের এই পরিস্থিতিতে তাঁরা সবসময় সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত।

এই পরিস্থিতিতে গোপালগঞ্জে হাসিনাকে দেশে ফেরাতে শপথ নিয়েছেন আওয়ামী নেতারা। কিন্তু কী হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ? জানা গিয়েছে, আপাতত তিনি দিল্লিতে থাকছেন। মঙ্গলবারই হাসিনার সঙ্গে দেখা করেছেন তাঁর মেয়ে পুতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *