📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাহা আলুভাতে, তাহাই কি ম্যাশড পোট্যাটো? ফরাসি ফ্রেঞ্চ ফ্রাই কি আদতে বাংলার আলুভাজা? মেক্সিকোর তর্তিয়া কি রুটি? নাকি নুডলসেরই নাম স্প্যাগেটি? খাবারের বিচিত্র রকমারি আর ফিউশনে এভাবে প্রায়ই পৃথিবীর নানা গোলার্ধ মিলেমিশে যায়!
ব্যাপারটা কিন্তু নেহাত মন্দ নয়! অন্তত প্রিয়াঙ্কা চোপড়ার কাছে নয় তো বটেই। বহুদিন হল, আরব সাগরের তীর ছেড়ে হলিউডে ঘাঁটি গেড়েছেন অভিনেত্রী। নিক জোনাসের সঙ্গে জমিয়ে সংসারও করছেন। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে দিব্যি সময় কাটছে তাঁদের। এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের খাবার-প্রেমের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা।