📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভায় বাজেট প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চিরাচরিত প্রথা অনুযায়ী চিত্রসাংবাদিকদের জন্য পোজ দিয়েছেন। প্রতিবছর তাঁর এইদিনের জন্য বাছা শাড়িও খবরের চর্চার বিষয় হয়ে ওঠে। এবার রেকর্ড ভেঙে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে এলেন সাদা সিল্কের শাড়ি, মেজেন্টা রঙের পাড়ের উপর সোনালি সুতোর কাজ করা।
এর আগে লোকসভা ভোটের প্রাক্কালে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নির্মলা নীল-ক্রিম রঙের হাতে বোনা তসর পরেছিলেন, তাতে ছিল কাঁথা স্টিচের কাজ। লাল রঙের বহিখাতা বা একটি ট্যাব ছিল তাঁর হাতে। এবারেও বাজেটের প্রতীকী হিসেবে ওই লাল বহিখাতা বা ট্যাব ছিল নির্মলার সঙ্গে। ২০১৯ সালে সীতারামনের পরনে ছিল একটি উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাড়ের মঙ্গলগিরি শাড়ি। উল্লেখ্য, সেটাই ছিল তাঁর প্রথম বাজেট পেশ। এবং ব্রিফকেসে বন্দি বহিখাতার জায়গায় একটি লাল রেশমি কাপড়ে মুড়ে নিয়ে এসেছিলেন।
২০২০ সালে সীতারামন বাজেটের দিন পরেছিলেন একটি একটি উজ্জ্বল হলুদ-সোনালি রঙের শাড়ি। তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ। হলুদ রঙ হল সমৃদ্ধির প্রতীক। ২০২১ সালে নির্মলার পরনে ছিল লাল এবং অফ হোয়াইট রঙের পচমপল্লি সিল্ক। যার আঁচলে ছিল ইক্কত নকশার কাজ। পচমপল্লি ইক্কত পরম্পরাগতভাবে তৈরি হয় তেলঙ্গানার ভুড়ান পচমপল্লিতে। যাকে ভারতের রেশম শহর বলে ডাকা হয়।
২০২২ সালে নির্মলা সীতারামন পরেছিলেন একটি বোমকাই শাড়ি। ওড়িশার এই শাড়িটিও খুব একটা জমকালো ছিল না। নির্মলা কোনওদিনই জমকালো কাজের শাড়ি পরেন না। রাস্টি ব্রাউন রঙের এই শাড়িটিতে বাদামি ও লাল রঙের পাড়ের কাজ ছিল। গতবছর নির্মলা পরেছিলেন মন্দিরের কাজ করা একটি শাড়ি। যার পাড় ছিল কালো রঙের। লালের উপর সোনালি কাজ করা শাড়িতে বিদূষীর মতো লাগছিল নির্মলাকে।