📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই এলাকায় উপনির্বাচনের পর বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে পদ্ম শিবির। ফের একবার প্রবল বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি গিয়েছিলেন নদিয়ার গাংনাপুরে। সেখানে স্থানীয়দের একাংশ তাঁর গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই এলাকায় উপনির্বাচনের পর বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে পদ্ম শিবির।শুক্রবার গাংনাপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁদের সঙ্গে দেখা করে ফেরার পথে স্থানীয়দের কয়েকজন তাকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে।

