ট্রাম্পের উপর গুলি! নিন্দায় একসুর বাইডেন থেকে ওবামা, মোদী থেকে রাহুল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার সন্ধেয় পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে আচমকা এক বন্দুকবাজ গুলি করে বসে তাঁকে। পরপর তিনটি গুলি চলে, কান ফুটো হয়ে বেরিয়ে যায় সে গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প, রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মঞ্চ থেকে।

আঘাত তেমন গুরুতর না হলেও, এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্বের সমস্ত মহল। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা– সকলেই ট্রাম্পের পাশে রয়েছেন বিরোধিতা ভুলে। এদেশেও ট্রাম্পের বন্ধুস্থানীয় রাষ্ট্রনেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, টুইট করে সংহতি জানিয়েছেন রাহুল গান্ধীও।

এদিন হামলার খবর পাওয়ার পরে নরেন্দ্র মোদী টুইট করেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি প্রবল উদ্বিগ্ন। তীব্র বিরোধিতা করছি এই ঘটনার। গণতন্ত্রে ও রাজনীতিতে হিংসার জায়গা নেই। ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠুন। মৃতের পরিবারের প্রতি এবং আমেরিকার মানুষদের প্রতি আমার সমবেদনা রইল।’

error: Content is protected !!