১৫ তারিখেই এক হবে চার হাত, বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছেন শোভন-সোহিনী?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদিকে অনন্ত আর রাধিকার বিয়ে নিয়ে যখন সারা দেশ জুড়ে হইচই | তখনই সব জল্পনাকে সত্যি করে টলিপাড়াতেও বেজে উঠেছে বিয়ের সানাই| চার হাত এক হতে চলেছে সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের| জানা গিয়েছে খুব ছিমছামভাবেই বিয়ে সারবেন সোহিনী-শোভন| ১৫ জুলাই সইসাবুদ করে তাঁরা বিয়ে করবেন দক্ষিণ চব্বিশ পরগণার একটি ফার্ম হাউজে|.

প্রথম দিকে নিজেদের সম্পর্কের কথা রাখঢাক করেই চলছিলেন শোভন এবং সোহিনীর| টলিউডের ডিভা সোহিনীর একাধিক সম্পর্কের খবর শোনা যায়| দীর্ঘদিন রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী, আর শোভনের সঙ্গে সম্পর্ক ছিল স্বস্তিকার| দুই জুটির বিচ্ছেদের পরেই প্রচুর জলঘোলা হয়েছিল| তখনও কেউ ভাবেননি সোহিনী এবং শোভনই শেষে একে অপরের গলায় মালা দেবেন | ছিমছাম বিয়েতে কেবল উপস্থিত থাকবেন বন্ধু, আত্মীয়রা| পরে কলকাতার লেক ক্লাবে আয়োজন হবে সেই রিসেপশনের।

এদিকে এখন থেকেই নাকি হানিমুনের প্ল্যান সারা হয়ে গিয়েছে| বিয়ের পর জুটিতে উড়ে যাবেন গোয়া| বিয়ের ঠিক আগে আগেই আবার আমেরিকায় যেতে হয়েছিল সোহিনীকে| শোনা যাচ্ছে, সেখান থেকেই নাকি খুচখাচ বিয়ের শপিং-ও করেছেন সোহিনী |

error: Content is protected !!