নিট-ইউজি পরীক্ষা নতুন করে নেওয়ার দরকার নেই, সুপ্রিম কোর্টে হলফনামায় দাবি কেন্দ্রের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডাক্তারির কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি ফের নেওয়ার প্রয়োজন নেই। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই জানাল কেন্দ্র।

এর আগে কেন্দ্রের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, প্রশ্ন খুব বেশি ছড়ায়নি। গত শুক্রবার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিও নতুন করে পরীক্ষা নেওয়ার বিপক্ষে আদালতে নিজেদের মতামত জানিয়েছিল।

আদালত সূত্রের খবর, এদিন কেন্দ্রের তরফে জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, শুধুমাত্র আশঙ্কার কারণে নিট-ইউজির ২৩ লক্ষ পরীক্ষার্থীকে নতুন করে পরীক্ষার চাপে ফেলতে চান না তাঁরা। বরং, কোনও অযোগ্য পরীক্ষার্থী যাতে কোনওভাবে সুবিধা না পায়, সেটা নিশ্চিত করা হচ্ছে।

কেন্দ্রের তরফে আদালতে এও জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নতুন আইনও চালু করা হয়েছে।

প্রসঙ্গতত, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সোমবারই জানিয়েছিল, সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখার পর তারা চূড়ান্ত রায় জানাব। এ ব্যাপারে বৃহস্পতিবার শুনানির আগেই কেন্দ্রর তরফে আদালতে জমা দেওয়া হল হলফনামা।

অন্যদিকে প্রশ্নফাঁস কাণ্ডে বিহার থেকে সিবিআই আরও দু’জনকে গ্রেফতার করেছে। তদন্তকারী সংস্থার দাবি, নিট পরীক্ষার্থী ছেলে সানি কুমারের জন্য ‘বিশেষ ব্যবস্থা’ করেছিলেন বাবা রঞ্জিত। নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে চক্রের প্রধান মাথাদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। তবে চক্রের অন্যতম পাণ্ডা হিসেবে অভিযুক্ত সঞ্জীব মুখিয়া এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *